লকডাউনে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের, দুঃস্থ ও অসহায় লোকজন। এই নারী তার শিশু সন্তানকে নিয়ে ভাসমান জীবনযাপন করেন। মানুষের কাছ থেকে চেয়েচিন্তে খাবার জুটাতেন। লকডাউনে নগরীতে লোকজন না থাকায় ভিক্ষাও মেলে না। ক্লান্তশ্রান্ত ও ক্ষুধার্ত হয়ে সিলেট নগরীর চৌহাট্টায় বসেছিলেন বিমর্ষ হয়ে। গত শুক্রবার ছবিটি তুলেছেন আলোকচিত্রী রাধে মল্লিক তপন। Puberhawa.com | 7 May, 2020 4:16 pm পূর্ববর্তী সংবাদ: সুদিনের হাতছানি : সরকারের পথনকশার পথ ধরেই এখন এগিয়ে যাচ্ছে চা-শিল্প পরবর্তী সংবাদ: করোনা আগ্রাসন : কে কতটা দায়ী, চীনের কাছে ক্ষতিপূরণ দাবি