কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের ধানক্ষেতে বেড়েছে পোনামাছের আনাগোনা। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে ভেসে আসা এসব পোনামাছ ধরে চলে অনেকের জীবিকানির্বাহ। তাই জাল হাতে পোনামাছের খোঁজে ব্যাস্ত এক মাছশিকারি। সিলেট শহরতলির তেমুখী থেকে ছবিটি তুলেছেন রাধে মল্লিক তপন। Puberhawa.com | 5 June, 2020 5:35 pm পূর্ববর্তী সংবাদ: করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য সামাজিক দূরত্বের বিকল্প নেই। কিন্তু সাধারণ মানুষের অনেকেই এটা মানতে চান না। গত সোমবার সিলেট নগরীর জেলা পরিষদ সামনের ফুটপাতে কাঁচা বাজারের শাকসবজি ক্রেতাদের ভিড়। ছবি-আজমল আলী পরবর্তী সংবাদ: চর্বিত নির্যাস – ৫