স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদের জন্মদিন আজ। ১৯৭২ সালের ৫ আগস্ট বুধবার পাঞ্জাবের শেইখুপুরায় জন্মগ্রহণ করেন আকিব। পাকিস্তানের সাবেক এই তারকা পেসারের ৪৯তম জন্মদিনে সম্মান জানিয়ে টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।পাকিস্তানের তরুণ প্লেয়ার হিসেবে ১৯৯১ সালে মাত্র ১৯ বছর ৮১ দিন বয়সে ভারতের বিপক্ষে শারজায় ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিকসহ ৭ উইকেট শিকার করেছিলেন আকিব। সেই ম্যাচেই পাকিস্তানের প্রথম বোলার হিসেবে মাত্র ৩৭ রানে ইনিংসে সর্বোচ্চ ৭/৩৭ উইকেট শিকার করেন তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন আকিব জাভেদ। বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে মাত্র ২৭ রান খরচ করে শিকার করেন ২ উইকেট। ডানহাতি এ মিডিয়াম পেসার দেশের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে শিকার করেছেন ২৩৬ উইকেট।
ক্রিকেট থেকে অবসরে গিয়ে কোচিং পেশায় জড়িয়ে যাওয়া আকিব ছিলেন পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ। খণ্ডকালীন সময়ের জন্য বাংলাদেশ দলের বোলিং কোচেরও দায়িত্ব পালন করেছেন তিনি।